9/9/15

কিছু অসংলগ্নতা

আঁধারের মত স্বচ্ছ আর কি কিছু আছে?
গাঙের ধারে বেড়িবাঁধ উপচে পড়া আঁধারের চাইতে স্বচ্ছ কিছু?
দিনের আলোয় লুকিয়ে থাকা তারার মেলা দেখি,
রাতের আকাশে। স্বচ্ছ আঁধারে।
ভাবনা চলে যাচ্ছে আলোর বেগে দূরে,
কেন এমন হয়? পাখির ডানার মত বাতাস কেটে এগিয়ে যায় তারা,
ভাবনারা।

হাজার বছরের পাখির ডাক ভেসে আসছে কানে,
চোখে ধরা দিচ্ছে অব্যক্ত দ্বিধা;
পাগল হয়ে যাচ্ছি না তো!

শরতের আকাশ মেঘমুক্ত কেন?
রাশি রাশি তুলোর পাহাড় পালিয়েছে কোথায়?
নাকি বুঝিয়ে দিচ্ছে পাল্টে যাচ্ছি দ্রুত,
সব ভাবনা-অভাবনা সাথে নিয়ে
স্বচ্ছ আঁধারের সমান্তরাল পথে
যার কিনারা কেউ কখনো পাবে না,,,,,,,,,,

No comments:

Post a Comment