আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন চমৎকার ছাত্র। কোলকাতা বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের রেকর্ড মার্কস তাঁর ছিল যতদিন পর্যন্ত এ এফ মুজিবুর রহমান নামে মেধাবী ও ক্ষণজন্মা মানুষটি কোলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন নি।
মাত্র ৪৮ বছরের সংক্ষিপ্ত অথচ গুরুত্বপূর্ণ এক জীবনের নাম এ এফ মুজিবুর রহমান(২৩ সেপ্টেম্বর ১৮৯৭- ১২ মে ১৯৪৫)। জন্ম ফরিদপুর জেলায়। পড়াশুনা ফরিদপুর জিলা স্কুল, ঢাকা কলেজ। মাস্টার্স করেন কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। প্রথম বিভাগে প্রথম হয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের অতীত রেকর্ড ভেঙ্গে দেন। তিনি পড়েছেন balliol college ofoxford university তে।
রহমান সাহেব ছিলেন ঢাকা ডিস্ট্রিক্ট জজ(১৯২৯-৩১)। ন্যায়ের মত ও পথ ছিল তাঁর এগিয়ে চলার সাথী।
এ এফ মুজিবুর রহমানের সম্মানার্থে তাঁর ছেলে রেজাউর রহমান গড়ে তোলেন দাতব্য সংস্থা AF MUJIBUR RAHMAN FOUNDATION। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত সংস্থাটি এখন পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে আর্থিকভাবে সাহায্য করে যাচ্ছে। ব্যবস্থা করেছে মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি, পুরস্কার ইত্যাদি। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগগুলোতে চালু আছে শিক্ষাবৃত্তি। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA, INSTITUTE OF CHARTERED ACCOUNTANTS OF BANGLADESH, গণ বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয় বিশেষ বৃত্তি।
বাংলাদেশ ম্যাথম্যাটিকাল সোসাইটি আয়োজিত national mathematics undergraduate olympiad এর সার্বিক আর্থিক সহায়তা আসে এ এফ ফাউন্ডেশন থেকে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত গনিত ভবনটিও এই ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত।
No comments:
Post a Comment