ঠিক ততটুকু বৃষ্টি নামুক
যতটুকু জল জমলে রাস্তায় তোমার খালি পায়ের
কেবল পাতাটা ভেজে।
ততটুকু মেঘ ঝরুক
যতটুকু মেঘ ঝরলে রাস্তায় তোমার প্রতিচ্ছবি দেখার মত জল জমে।
ততটুকু বাতাস বয়ে যাক
যেটুকু ছাড়া আমার সাধ্য নেই তোমার ওড়না খানি এক ফুঁয়ে ওড়ানোর।
ততটুকু কাঙ্গাল হই যেন
যতটুকু কাঙ্গালিপনায় তোমার ঠোঁট এগিয়ে আসে।
ঠিক ততটুকু জোরে দৌড়াও
তুমি প্যারিস রোডে
যতটুকু জোরে দৌড়ালে আমি হেঁটে হেঁটে তোমার গায়ের ঘ্রাণ নিতে পারি।
ততটুকু জোরে দৌড়াও
যতটুকু জোরে দৌড়ালে পাঁচশ মিটার রাস্তা পার হতে তোমার পাঁচ কোটি বছর সময় লাগে;
তোমার গায়ের ঘ্রাণ নিতে পাঁচ কোটি বছরও বড্ড কম সময়।
©ছবিঃ ফেসবুক থেকে নেওয়া
thank you 😊
ReplyDeletethank you 😊
ReplyDelete