7/27/16

শেষ ভোরের হিসেব

ছোটঘরের খড়খড়ে মাটি দেওয়ালে
চাপাপড়া দীর্ঘশ্বাস দেখেছ?
দেখনি।
কাশফুলের শুভ্রতায়ও যে অশ্রু থাকে,
স্বচ্ছ সে অশ্রু ছুঁয়েছো?

না।

আমাকে আমার সাথে তুলনা করে
তোমার মনে এঁকেছো?

না।

তোমাকে তো রেখেছি ঠিকই পাখি
ডাকা ভোরে।
আর
ছোট নদীর হাঁটা পথে যেতে যেতে
হাঁটু জলের 'পরে।

No comments:

Post a Comment