ইটেরাস্তায় হাঁটাহাঁটি
সেই যে তোমাদের অলিপথ
কাকের শব্দে পায়ে ত্বরা পাই
আনমনে হাঁটছি কতক্ষণ!
বাথরুমের ঘুলঘুলি বেয়ে
তোমার স্নানের ঘ্রাণ
আমার নাসারন্ধ্র কাঁপিয়ে যায়
আবার কাকের ডাক
থমকে যাই এবার
আচ্ছা, আমরা কখনো কাক হতে চেয়েছি?
অথবা কাকের মত স্বরে করেছি কি কিছু গান?
ভালবাসায় কাকের ডাকেও শান্তি ছিল
থাকে
তোমার চলে যাওয়ার পথে আজও কাক ডাকে
হাঁটি হাতে-মাথায়-বুকে কাক ডাকের একগুচ্ছ ইচ্ছে নিয়ে
তোমাদের অলিপথে
গলিপথে
তোমাদের পাড়ার ইটেরাস্তায়
চেনা কত ইটের দঙ্গলে ঢাকা
তোমার নতুন খেরোখাতার খেলাঘরের
আশেপাশের অলিপথে
গলিপথে।
সেই যে তোমাদের অলিপথ
কাকের শব্দে পায়ে ত্বরা পাই
আনমনে হাঁটছি কতক্ষণ!
বাথরুমের ঘুলঘুলি বেয়ে
তোমার স্নানের ঘ্রাণ
আমার নাসারন্ধ্র কাঁপিয়ে যায়
আবার কাকের ডাক
থমকে যাই এবার
আচ্ছা, আমরা কখনো কাক হতে চেয়েছি?
অথবা কাকের মত স্বরে করেছি কি কিছু গান?
ভালবাসায় কাকের ডাকেও শান্তি ছিল
থাকে
তোমার চলে যাওয়ার পথে আজও কাক ডাকে
হাঁটি হাতে-মাথায়-বুকে কাক ডাকের একগুচ্ছ ইচ্ছে নিয়ে
তোমাদের অলিপথে
গলিপথে
তোমাদের পাড়ার ইটেরাস্তায়
চেনা কত ইটের দঙ্গলে ঢাকা
তোমার নতুন খেরোখাতার খেলাঘরের
আশেপাশের অলিপথে
গলিপথে।
No comments:
Post a Comment