12/23/15

জ্বলে থাকে যে তারা

আসছে শরতে নিকষ কালো
স্বচ্ছ অমবশ্যায় মাঝ নদীতে
পাতাবাহারের মত ভাসতে ভাসতে
আজকের আকাশের তারা কি দেখতে পাব?

অনিশ্চয়তা খেলা করে চোখে-মুখে-বুকে
কতশতবার তবু
তারারা থামে না
আলো খেলা ছাড়ে না
'জ্বালা দিতে মালা নিতে,,,,'

বসে থাকে জৈষ্ঠ্যের ঝড় কখনো?
তোমার আকাশে কখনো ওঠে ঝড়?
পাখি সব মরে পড়ে থাকে কাশবনে
দেখতে গিয়েছি গত শতাব্দীর চারদেয়াল
পেরিয়ে একা একা;
চলছি,,,,,,

No comments:

Post a Comment