প্রায়ই চিঠি পেতাম। অনেক গুলো।
আজ আর পাই না।
খুব ইচ্ছে করে পেতে।
কারো মুখের কথা কলমের কালিতে আঁকা খাতায় পড়তে।
আমার অনুভূতি কেউ বুঝতে চায় না।
মাঝে মাঝে ভাবি হঠাত্ অবাক হব, একটা পিওন বা কুরিয়ার বা কোন বাচ্চা অথবা কেউ একজন লাজুক হেসে কাঁপা হাতে লেখা চিঠি ধরিয়ে দেবে।
নাহঃ বড়ই নির্দয় প্রকৃতি।
তবুও আশায় থাকি, হয়ত একজন পাঠাবে, আমি পড়ব।
আবেগ বেশি হলেও চোখ টা আমার নিকষার।
সাহারার মত খা খা করা বৃষ্টিহীন উত্তাপে মোড়া দুঃখ আমার চোখে।
কেউ না বুঝুক সে বুঝবে এই সাহারার বৃষ্টিহীন হাহাকারই অশ্রুহীন শ্রাবণ।
আজ আর পাই না।
খুব ইচ্ছে করে পেতে।
কারো মুখের কথা কলমের কালিতে আঁকা খাতায় পড়তে।
আমার অনুভূতি কেউ বুঝতে চায় না।
মাঝে মাঝে ভাবি হঠাত্ অবাক হব, একটা পিওন বা কুরিয়ার বা কোন বাচ্চা অথবা কেউ একজন লাজুক হেসে কাঁপা হাতে লেখা চিঠি ধরিয়ে দেবে।
নাহঃ বড়ই নির্দয় প্রকৃতি।
তবুও আশায় থাকি, হয়ত একজন পাঠাবে, আমি পড়ব।
আবেগ বেশি হলেও চোখ টা আমার নিকষার।
সাহারার মত খা খা করা বৃষ্টিহীন উত্তাপে মোড়া দুঃখ আমার চোখে।
কেউ না বুঝুক সে বুঝবে এই সাহারার বৃষ্টিহীন হাহাকারই অশ্রুহীন শ্রাবণ।
No comments:
Post a Comment