জানি আজ তুমি কাঁদবেনা
জানি কাল তুমি কেঁদেছো
জানি পরশু তুমি বসন্তের কাগজে লেবুর সতেজ পাতার মতো বিশ্বাস নিয়ে কাঁদবে না,
সে আসবে। তোমার বিশ্বাস ভাঁটফুল আর মৌচাকের সৌরভে ঢাকা পড়বেনা।
সে আসবে।
আজ আসবে
কাল ভুলে সে গন্ডার ঘুমে জলে পড়েছিল অলস জ্যোত্স্না মেখে একা।
জানি কাল তুমি কেঁদেছো
জানি পরশু তুমি বসন্তের কাগজে লেবুর সতেজ পাতার মতো বিশ্বাস নিয়ে কাঁদবে না,
সে আসবে। তোমার বিশ্বাস ভাঁটফুল আর মৌচাকের সৌরভে ঢাকা পড়বেনা।
সে আসবে।
আজ আসবে
কাল ভুলে সে গন্ডার ঘুমে জলে পড়েছিল অলস জ্যোত্স্না মেখে একা।
সে আসবে।
আমাকে কথা দিয়েছে তোমার ঘাড়ের পেছনে হাত ছুঁইয়ে পেছন থেকে বলবে চুপি চুপি, আমি এসেছি।
আমাকে কথা দিয়েছে তোমার ঘাড়ের পেছনে হাত ছুঁইয়ে পেছন থেকে বলবে চুপি চুপি, আমি এসেছি।
#উজবুকপঞ্জী
:140314
:140314
No comments:
Post a Comment