শরতের প্রতিটা ভোরই ভালবাসি,
ভালবাসি শেষ রাতের আকাশ,
পূর্ব দিগন্তে হালকা আলোরেখা,
আর ভালবাসি ভোর পেরিয়ে
ফুটফুটে সকাল।
ভালবাসি শিউলি ফুলের লালচে ডাটায় আলতো আলো
বকুলের ছায়াটাকে শেষ দুপুরে।
রবির কিরণে সাদা চাপার পাঁপড়ি
আর আরো সাদাটে মেঘের ভেলা।
ভালবাসি উড়ন্ত কালচে
মেঘের হঠাত্ বৃষ্টি,
ভালবাসি অকাশ জোড়া নীল
আর দূরে দিগন্তের রেখায় বাঁকা
বলাকার নীড়ে ফেরার ছায়া।
আমি ভালবাসি
শরতের অপরুপ শোভা দেখা
আমাকে।
No comments:
Post a Comment