10/17/15

কালি-ঝুলি মাখা পোড়ো বাড়িটা,,,,,,,

হাজার হাজার পঙ্গপালের পাতলা শব্দের সাথে অঞ্জনের এই গানটা মাথার মধ্যে কেমন ঘোরের সৃষ্টি করছে। সময় ফিরে ফিরে আসে। অতীত নিয়ে চর্চার জন্যে গান দায়ী হতে পারে। খেয়াল করে দেখেছি গান শুনলেই লিরিকে মনযোগ আসে না সব সময়। মন খারাপ বা একদম একাকী লাগার সময় গুলোতে লিরিক কানে এসে ঝড়ো বাতাস তুলে দেয়। মনে করিয়ে দেয় যত ফিরে ফিরে আসা খারাপ সময়গুলো।,,,,,,

No comments:

Post a Comment