4/17/17

একা, হায় একা মাঠ!

বিস্তর এক মাঠের পুরোটাই একা, হায় একা মাঠ!
ঘাস ফুলে পাখির ঠোঁট।
চোখে আমার বিষাদ খেলা করে।
ভিজে জংলি লতায় বর্ষার আগমনের ধ্বনি।
চৈত্র শেষের আগেই বৈশাখের নিশ্চিত তান্ডব।
ভেঙ্গে পড়া বাবলা গাছে শালিকের বাসায় দুটো ছানা।
শরতের মেঘ তৈরি হবার বাসনায় উড়ছে কত কোটি বাস্প।
চাতালে সদ্য ফেলে রাখা সিদ্ধ ধানের গন্ধে কৃষকের হা হুতাশের খবর।
একা পাখি ডাকে নিস্তব্ধ আঁধারে।
রোজ রাতে আঁধার নামে না ধ্রুবতারার দেশে; বসন্তে সেখানে রঙ খেলা করে জীবনানন্দ।
পাথরে ঘষে চলা খেলা গাড়ির খসখসে শব্দের সাথে বাচ্চার হাসি পাখিকেও হার মানায় সৌন্দর্যে।
বিছানায় আঁকা লাল গোলাপে অযথা কলমের কালির ছাপ।
রঙহীন চ্যাপ্টা বালিশের নিচে স্ট্যাটিস্টিকস বইয়ের নিদারুণ ক্রন্দন।
পা ভাঙ্গা চেয়ারে সাজানো সাদাকালো সুখ।
জানালায় বিকেল বন্দী।
নারকেল পাতায় কেরোসিন চকচকে রোদের শেষ স্নিগ্ধতা।
শত ব্যস্ততায় ভাবতে পারার সৌভাগ্য।
জীবন হয় হাঁচি মুক্ত দেহাবহাওয়ার মত সুন্দর।
আপেক্ষিক ভাবে হলেও সুন্দর। বেঁচে আছি,,,,,,
#০৫০৪১৬

No comments:

Post a Comment