10/27/15

মরণ

আমি খুব ছোট কিছুর জন্যে মরব না,
ঘাস ফুল, পাখির গান কিংবা তেঁতুল পাতার ঘন আঁধারের জন্যে তো নয়ই-
আমি খুব বড় কিছুর জন্যেও মরব না,
চাঁদ পরিক্রমা, মঙ্গলে পদচারণা কিংবা পৃথিবীর নামকরা হেলেনার জন্যেও না।

আমি আমার মনের ইচ্ছেতে মরব।
অসাধারণ কিছুর জন্যে মরব।
হয়ত একটা চার্জার লাইট,
হয়ত কিছু ফেলে দেওয়া ব্যাটারির নষ্ট ভোল্টের জন্যে মরব,
হয়ত পাখির ঝরা পালকে ফুঁ দিয়ে উড়াতে গিয়ে অজ্ঞান হয়ে যাব চিরতরে......

10/17/15

কালি-ঝুলি মাখা পোড়ো বাড়িটা,,,,,,,

হাজার হাজার পঙ্গপালের পাতলা শব্দের সাথে অঞ্জনের এই গানটা মাথার মধ্যে কেমন ঘোরের সৃষ্টি করছে। সময় ফিরে ফিরে আসে। অতীত নিয়ে চর্চার জন্যে গান দায়ী হতে পারে। খেয়াল করে দেখেছি গান শুনলেই লিরিকে মনযোগ আসে না সব সময়। মন খারাপ বা একদম একাকী লাগার সময় গুলোতে লিরিক কানে এসে ঝড়ো বাতাস তুলে দেয়। মনে করিয়ে দেয় যত ফিরে ফিরে আসা খারাপ সময়গুলো।,,,,,,