আমি খুব ছোট কিছুর জন্যে মরব না,
ঘাস ফুল, পাখির গান কিংবা তেঁতুল পাতার ঘন আঁধারের জন্যে তো নয়ই-
আমি খুব বড় কিছুর জন্যেও মরব না,
চাঁদ পরিক্রমা, মঙ্গলে পদচারণা কিংবা পৃথিবীর নামকরা হেলেনার জন্যেও না।
আমি আমার মনের ইচ্ছেতে মরব।
অসাধারণ কিছুর জন্যে মরব।
হয়ত একটা চার্জার লাইট,
হয়ত কিছু ফেলে দেওয়া ব্যাটারির নষ্ট ভোল্টের জন্যে মরব,
হয়ত পাখির ঝরা পালকে ফুঁ দিয়ে উড়াতে গিয়ে অজ্ঞান হয়ে যাব চিরতরে......